লতিফ মোড়ল, ডুমুরিয়াঃ ‘বৈষম্যই উন্নয়নের অন্যতম অন্তরায়’ এবং ‘গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের আইন নয়,বরং সংখ্যালঘুু সুুরক্ষা’ এই প্রতিপাদ্য এবং স্লোগান নিয়ে খুলনার ডুমুরিয়ায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস-২০২০।
শুক্রবার(১৮ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম) ডুুুমুুরিয়া শাখা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামের নব নির্বাচিত সভাপতি অমল কৃষ্ণ মজুুমদার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন হিউম্যানিটি ওয়াচ খুলনা জেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম। বিশেষ অতিথির বক্তব্যদেন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্হা সারি’র এ্যাডভোকেসি অফিসার শান্তনু দাস,ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল।
আরো বক্তব্যদেন সুনাম’র সাধারণ সম্পাদক রিপন দাস,ভবতোষ মন্ডল প্রমূখ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সংখ্যালঘুদের মানবাধিকার,আইনগত ভিত্তি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জাতি সংঘ ঘোষিত জাতীয়তা অথবা গোষ্ঠীগত,ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের অধিকার বিষয়ক ঘোষণাপত্র বিষয়ে আলোকপাত করেন। শেষে একটি র্যালী বের করা হয়।