লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সন্ধ্যা ৬ টার পর থানার সকল এলাকায় অবস্থিত চায়ের দোকান গুলোতে তাস,লুডু,কেরাম খেলাসহ টিভি চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(১৮ ডিসেম্বর) থানা পুলিশের পক্ষ হতে মাইকিং প্রচারের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার ১৪টি ইউনিয়নের অধিকাংশ গ্রামের পাড়া-মহাল্লায় গড়ে উঠা চায়ের দোকান গুলোতে সম্প্রতি সময়ে এক শ্রেণির শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দোকানে বসে আড্ডা দেয়াসহ তাস,লুডু,কেরাম, টেলিভিষন এবং অনলাইনে জুয়া খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্হানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দসহ প্রশাসনের নজরে আসলে গত ২৯ নভেম্বর তারিখে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভায় বিষয়টি আলোচিত হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা নিতে থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।
তারই প্রেক্ষিতে শুক্রবার সকাল হতে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব মাইকিং প্রচারের মাধ্যেমে সন্ধ্যার পর সকল চায়ের দোকানে তাস,লুডু,কেরাম খেলা এবং টিভি ও অনলাইনের মাধ্যমে জুয়া খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সকলকে সতর্ক বার্তা দিয়েছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়ার হুশিয়ারীও উচ্চারণ করা হয়েছে ।
আমি একমত কারন আমাদের অল বাগেরহাটের মধ্যে অতগুলো জুয়া চলে না যতগুলো চলে ডুমুরিয়া উপজেলার মধ্যে
thanks