শেখ ওবায়েদ হাসান রনি বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে খুলনা মাওয়া মহাসড়কের পিলজংগ সাধের বটতলা নামক স্থানে (১৮ই ডিসেম্বর) দুপুর ৩টার সময় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মটর সাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নছিমন ফকিরহাটগামী ছিল আর মটর সাইকেলটি ক্রসিং কালীন এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত মটর সাইকেল আরোহীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
আহত মটর সাইকেল আরোহী ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের দিপক ঘোষের পুত্র বাপ্পা ঘোষ (৩৫) । এ ঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের এ এস আই আব্দুল আজিজ শেখ জানান ঘাতক নছিমন ড্রাইভারকে আটক করতে পারেনি তবে নছিমনটি জব্দ করা হয়েছে।