রূপসা প্রতিনিধিঃখুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের পুটিমারী বিলে গ্রাম-বাংলার অতীত ঐতিহ্য ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।
বিপুল উৎসাহ, উদ্দীপনা ও জাক-জমকপূর্ণ ব্যাপক দর্শক সমাগমের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগীতার আয়োজন করে জে, কে, এস ক্রীড়া সংস্থা। বিকাল৩টা থেকে ৫টাপর্যন্ত৫টি দৌড় প্রতিযোগীতা শেষে প্রথম থেকে পঞ্চমতম ঘোড়ার সওয়ারকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃকামাল উদ্দিন বাদশা। জে, কে, এস ক্রীড়া সংঘের সভাপতি আল ফারুক বাবুলের সভাপতিত্বে এবংসাধারন সম্পাদক শেখ আছাদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লাজাকির হোসেন, আইচগাতীইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, এমপি কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিটন, প্রধান শিক্ষক মোঃমনিরুজ্জামান।
বক্তৃতাকরেন জে, কে, এস ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি শেখ আব্দুল বারী, সরদার আব্দুর রশিদ মিন্টু, শিক্ষক শেখ ওলিয়ার রহমান, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃমারুফ, মোঃমনিরুজ্জামান পিলু, শেখ সিরাজুল ইসলাম, স ম আলী আজগর, রাজীব দাস টাল্টু, শেখ শফিকুল ইসলাম, সরদার নুর ইসলাম, রেজাউল ইসলাম রেজা, ইলিয়াস মল্লিক, দাউদ আলী, ইউপিসদস্য সরদার ওয়াহিদুর রহমান।