নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলা থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৮ ডিসেম্বর বেলা ৩টায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ গোপাল চন্দ্র রায় এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা গ্রামস্থ রফিক মোল্লার বাড়ির সামনে থেকে যশোর জেলার অভয়নগর থানার বুইকারা গ্রামের মৃত জিন্নাত আলী চাকলাদারের পুত্র মোঃ ফারুক হোসেন চাকলাদার (৪৭), কে আটক করে। তার হেফাজত থেকে ৬শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।