ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ খুলনার ‘ডুমুরিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে দুঃস্হ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার(১৯ডিসেম্বর) সকাল ১১ টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি ও কলেজ অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাপ্পীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ঢাকা নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার বিশ্বাস আখতার হোসেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব,কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান,আওয়ামী লীগ নেতা এবিএম শফিকুল ইসলাম ও শাহনেওয়াজ হোসেন জোয়ারদার প্রমূখ।
শিক্ষা,একতা,নৈতিকতা,সবার উপরে মানবতা’ মানব সেবায় সদ্য প্রতিষ্ঠিত ‘ডুমুরিয়া ফাউন্ডেশন’ দেশে- বিদেশে কর্মরত, ডুমুরিয়া উপজেলার পেশাজীবি মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরী করে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা,চিকিৎসা,দারিদ্রতা বিমোচনসহ সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগীতা কামনা করেন আলোচক বৃন্দ।