পাইকগাছা প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ কে সামনে রেখে পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের আ’লীগের সম্ভব্য চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাসী সভাপতি বাংলাদেশ কৃষক লীগ গড়ইখালী ইউনিয়ন, সভাপতি গড়ইখালি আলম শাহী ইনস্টিউট, প্রতিষ্ঠাতা সভাপতি গড়ইখালি মৎস্যজীবি সমবায় সমিতি , মোহাম্মদ কামরুল ইসলাম গাইন দলীয় নেতা-কর্মী সহ এলাকাবাসীদের সাথে মত বিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
১০নং গড়ইখালী ইউনিয়ানের ৫ নং ওয়ার্ড গাংরকি বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগের সময় উপস্থিত ছিলেন, তাপস কুমার মন্ডল, সভাপতি, গাংরকি বাজার, তাপস রায়, সহ- সভাপতি, গাংরসি বাজার, বাবু মতিলাল, বিশিষ্ট ব্যাবসায়ি, মোঃ বাবলু সরদার, মোঃ এবাদুল ইসলাম, ঘেদু গাইন, মোঃ ইসরাফিল ইসলাম, কুটি গাইন, মোঃ সাইবুর রহমান গাজী, গড়াইখালী ইউনিয়ন শাখা যুবলীগ নেতা মোঃ বাদশা গাইন, যুবলীগ নেতা, গড়ই খালী ইউনিয়ন শাখা,মোঃমনিরুল ইসলাম গাজী সাংগঠনিক সম্পাদক, গাংরকি বাাজার, মোঃ ইয়াসিন শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণসংযোগের সময় উপস্থিত ছিলেন।