ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর আওয়াতায় নব নিযুক্ত জরীপকারী ও সুপারভাইজারদের বেইজলাইন সার্ভে বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২০ডিসেম্বর)দুপুরে বেসরকারি সংস্হা আশ্রয় ফাউন্ডেশনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগীতায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশনের ডুমুরিয়া উপজেলা ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় অতিথির বক্তব্যদেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খুলনার সহকারি-পরিচালক হিরামন কুমার বিশ্বাস, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। আরো উপস্হিত ছিলেন কর্মসূচীর প্রোগ্রাম হেড রবিউল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশনে উপজেলার ১৪টি ইউনিয়নের জন্যে নব নিযুক্ত ৬ জন সুপার ভাইজার এবং ১২৬টি ওয়ার্ডের ১শ ৩২ জন জরিপকারী অংশ গ্রহন করেন।