নিজস্ব প্রতিবেদকঃজাতীয় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) বাংলাদেশে পারষ্পারিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সোমবার রূপসা উপজেলা পর্যায়ের কর্মশালাটি রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন- এসডিসি’র সহযোগিতায় রূপসা উপজেলা প্রশাসন, রূপান্তর এবং ওয়াটার এইড-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। কর্মশালায় দলীয় কাজ উপস্থাপন এবং আলোচনায় অংশ নেন আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ঘাটভোগের ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, টিএস বাহিরদিয়া ইউপি’র চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, রূপসা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, কর্মশালার সমন্বয়কারী অসীম আনন্দ দাস, চিত্ত রঞ্জন সেন, ইউপি সদস্য বেবী রহমান, এস এম আলমগীর হোসেন শ্রাবণ, বিনয় কৃষ্ণ হালদার, ইউপি সচিব এস এম রাজিবুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভালো শিখন বিষয়ে দলীয় কাজের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে বেশ কিছু ভাল কাজ উপস্থাপন করা হয়। এ সব কাজ পরবর্তী পর্যায়ে জাতীয়ভাবে পর্যালোচনা করে চ‚ড়ান্তভাবে ভাল শিখন সারা দেশে ছড়িয়ে দেবার পরিকল্পনা সরকারের রয়েছে।