নিজস্ব প্রতিবেদকঃসকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট এলাকায় আঠারোবেকী নদীর কোল ঘেঁষে নির্মান হতে যাচ্ছেে বঙ্গবন্ধু ইকোপার্ক।
২২ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বঙ্গবন্ধু ইকোপার্ক ও শিশু পার্কের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন। রূপসার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ইকোপার্ক অথবা শিশু পার্ক নির্মান করা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রূপসাবাসীর দীর্ঘ দিনের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।
পার্ক নির্মানের জমি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন এ পার্ক নির্মানে উপকৃত হবেন রূপসা উপজেলাবাসী সহ খুলনা অঞ্চলের জনসাধারণ। বৃদ্ধ ও শিশুরা পাবে বিনোদনের নিরাপদ স্থান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, বন ও পরিবেশ সম্পাদক স ম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা শিল্পপতি মোল্লা দেলোয়ার হোসেন দিলু, পালেরহাট ক্যাম্প ইনচার্জ এস আই কাফি, ইউপি সদস্য শেখ সাইদুর রহমান, যুবলীগ নেতা, সারাফাত হোসেন উজ্জল প্রমুখ।