এস আর ইসলাম রাজিব, দিঘলিয়া থেকেঃ খুলনার দিঘলিয়া উপজেলার আবাল গাঁতি এলাকায় পাখি শিকারীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে ২৩শে ডিসেম্বর পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল এর স্বেচ্ছাসেবীরা শীতের পাখি শিকারীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গহীন বিলের অভ্যন্তরে যায়। বিল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অবৈধভাবে পেতে রাখা কয়েক হাজার মিটার জাল ফাঁদ উদ্ধার করে। এসময় কয়েকটি পাখি ফাঁদ থেকে ছাড়িয়ে অবমুক্ত করা হয় এবং বেশ কয়েকটি পাখি মৃত অবস্থায় পাওয়া যায়।
এই সময় আলোর মিছিলের সদস্যরা একজন শিকারী বাবু মির্জা (১৬) পিতা- মনির মির্জাকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হয়। এরপর আড়ুয়া ফেরিঘাট এলাকায় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি সবাইকে পাখি শিকার বন্ধে সরকারের নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন পাখি শিকারী ধরা পড়লে আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন করা হবে এবং ইয়ারগান ব্যাবহারকারীদের ধরে গ্রেফতার করতে থানা পুলিশকে নির্দেশ দেন। আলোর মিছিলের সভাপতি শেখ তারেকের নেতৃত্বে অংশ নেন সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সজল কুমার বিশ্বাস, রাতুল হোসেন, রাজিবুল রেজোয়ান, প্রসেনজিৎ শিকদার, প্রসেনজিৎ বিশ্বাস, ফিরোজ শেখ প্রমুখ।