এস আর ইসলাম রাজিব, দিঘলিয়া থেকেঃখুলনার দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামে একটি খাল অবৈধভাবে দখল করে বালু ভরাট করা হয়েছে।
বাতিভিটা গ্রামের হাজী আবু বক্কার ফকির এর পুত্র সওকাত ফকির, মৃত মতলেব খামারির পুত্র গাউস খামারি ও সিরাজ শেখ এর পুত্র ইব্রাহিম শেখ তাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করেছেন। কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ভরাটকৃত খালটি পরিদর্শন করে জরিমানা আদায় করেন এবং ভরাট কৃত বালু দশ দিনের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। বালু ভরাট কারীরা প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে রয়েছেন।
সরজমিন পরিদর্শন করে দেখা যায় খালটি আতাই নদীর তীর থেকে কয়েকশো মিটার লম্বা খালটি মাঝখানে তিনজন বালু দিয়ে দখল করে রেখেছেন এবং একজন বন্ধ খালে মাছ চাষ শুরু করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন যারা বালু দিয়ে খাল ভরাট করেছে তারা অত্যান্ত প্রভাবশালী হওয়ায় উচ্ছেদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই এই খাল উচ্ছেদ করতে অনুরোধ করছে এলাকার সচেতন মহল।