নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফুলতলা থানা এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ গোপাল চন্দ্র রায় এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন কড়াই কোম্পানী খেয়াঘাট গামী তিন রাস্তার মুখ থেকে যশোর জেলার অভয়নগর থানার নাউলী গ্রামের মৃত সোহরাব তরফদারের পুত্র বাবুল তরফদার ওরফে বাটুল (৪৮) কে আটক করে। এসময় তার হেফাজত থেকে সাদা রংয়ের পলিথিনের ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করিয়া যশোর এর বিভিন্ন স্থানসহ ফুলতলা থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রয় করিয়া মাদকদ্রব্য গাঁজা এর ব্যবসা করিয়া আসিতেছে। আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত আসামী মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।