শেখ রবিউল ইসলাম রাজিব,দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলায় কর্মরত সাব-রেজিষ্ট্রার নাহিদা ইয়াসমিন এর বদলী হওয়ায় দিঘলিয়া উপজেলা পরিষদ ও অফিসার ওয়েলফেয়ার ক্লাব দিঘলিয়া এর উদ্যোগে বিদায় জনিত সংবর্ধনা প্রদান করা হয়।
সিনিয়র সহকারী সচিব মোঃ আনোয়ারুল হক সাক্ষরিত প্রজ্ঞাপন সুত্রে জানা যায় দিঘলিয়ার সাব-রেজিষ্ট্রার নাহিদা ইয়াসমিনকে ফেনী জেলার ফুল গজী উপজেলার সাব-রেজিষ্ট্রার হিসেবে বদলি করা হয়।
আগামী ২৯শে ডিসেম্বর এর মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। দিঘলিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।