লতিফ মোড়ল, ডুুুমুরিয়াঃখুলনার ডুমুরিয়া উপজেলায় খৃষ্টীয় ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন উপলক্ষে কেক কাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া সদরের ফ্রি ব্যাপটিষ্ট চার্চে কেক কাঁটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়ারদার,মোল্যা সোহেল রানা,মাসুদ রানা নান্টু ও ছাত্রলীগ নেতা খান আবুল বাশার। ব্যাপিটিষ্ট চার্চের পালক রুবেন সরকার জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এ বছর তারা সীমিত আকারে অনুষ্ঠান উদযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ১৪টি ইউনিয়নের ২৩টি চার্চে অনুরুপ ভাবে সীমিত পরিষরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।