নিজস্ব প্রতিবেদকঃনারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) প্লাটফর্ম সদস্যরা বলেছেন, নারী নির্যাতন ও বাল্যবিয়ে আমাদের সমাজের অভিশাপ। জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভ‚মিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।
১১ নভেম্বর বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে কেসিসি প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহŸায়ক ও খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা নারী ব্রিগেডের আহŸায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, কেসিসি প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক রীনা পারভীন ও প্রদীপ কুমার সাহা, সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক সোহরাব হোসেন প্রমূখ।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, হাট-বাজার, ধর্মীয় প্রতিষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা ইত্যাদি।