রূপসা প্রতিনিধিঃ গরিব, অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর দুপুরে মোছাব্বার পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এমপি সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে এবং সালাম মূর্শেদী সেবা সংঘ আয়োজিত এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি পত্নী এনভয় গ্রুপের পরিচালক শারমিন সালাম।
ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আলম সরদার, স ম জাহাঙ্গীর, রিনা পারভীন, সাবিনা ইয়াসমিন, যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক সারমিন সুলতানা রুনা, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন, আয়শা আক্তার রিপা, মাধুরী সরকার, শিরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।