৩০ ডিসেম্বর বুধবার সকাল বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ আনোয়ারুল কাদীর। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রুপান্তের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সংস্থার উপজেলা সমন্বয়কারী শাম্মী আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাশ।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলাধীন ৪ টি ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউপি সদস্যসহ মোট ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার বিভাগের আওতায় এবং সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো- অপারেশন(এসডিসি) ‘র আর্থিক সহায়তায় এনআইএলজি কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচী(এইচ এলপি) প্রাতিষ্ঠানিকীকরণ শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম সারা বাংলাদেশে নির্ধারিত কিছু উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে খুলনার দিঘলিয়া এবং রুপসা উপজেলা রয়েছে।