রূপসা প্রতিনিধিঃখুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর এলাকায় জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে একটি পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং কয়েকজনকে জখম করেছে দুর্বৃত্তরা।
জানাগেছে, ৩০ ডিসেম্বর দুপুর ১ টার দিকে আকস্মিক ভাবে উক্ত গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী জেসমিন আরা বেগমের বাড়ীতে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ভুক্তভোগী জানায় জনৈক মোসলেম ও তৌকিরের নেতৃত্বে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত উক্ত বাড়ীতে আকস্মিক ভাবে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর করতে থাকে। এ সময় জেসমিন বেগম সহ তার লোকেরা বাধা দিলে দুর্বৃত্তরা ওহিদ শিকদারের স্ত্রী পিয়ারী বেগম (৪৫), ইমরান হোসেন (২৮) কে বেধড়ক মারপিট করে জখম করে।
আহত পিয়ারী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, দুর্বৃত্তরা তাদের ঘরে রক্ষিত টিভি, ফ্রিজ, কম্পিউটার ভাংচুর করে এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। সূত্র জানায় জেসমিন আরা বেগমের সহিত স্থানীয় জনৈক আরাফাত হোসেনের জমিজমা সংক্রান্ত গোলযোগ দীর্ঘদিন ধরে চলে আসছিল।
ঘটনার পর থানা পুলিশ ও পালেরহাট ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।