গত ২৯ শে ডিসেম্বর একজন নববধূ শশুর বাড়ি থেকে ফেরার পথে স্থানীয় বেলেঘাট এলাকায় ইউপি সদস্য মিজানুর রহমান মির্জার ছেলে ডালিম সরদার (৩০) গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে পার্শ্ববর্তী এলাকায় জনৈক ব্যাক্তির বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ডালিমের ধর্ষন কান্ডে সহযোগীতা করে তার আরো দুই-তিনজন সহযোগী। দিঘলিয়া থানায় ঘটনার পরদিন মামলা হলেও আসামি ডালিম সরদার গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী এক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলোর মিছিলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব, শেখ শামিমুল ইসলাম, সালাম কমান্ডার, সৈয়দ শাহজাহান,মামুন শেখ, বাবু মোল্লা, সজল কুমার বিশ্বাস, হেদায়েত শেখ, রেদোয়ান আহমেদ হামিম, মোজাফফর, রাসেল কবির, সুজন, মৌমি প্রমুখ।