নিজস্ব প্রতিবেদকঃশনিবার (২জানুয়ারী) তারিখ নবীনগর চন্দ্রা মহসড়কের পশ্চিম বাইপাইল এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার নতুন ভবন এর উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজিহাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন সানা শামিনুর রহমান, পুলিশ সুপার, ইন্ডস্ট্রিয়াল পুলিশ, ঢাকা, মেজর আদনান, কোম্পানী কমান্ডার, সাভার র্যাব ক্যাম্প, মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ঢাকা,মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ), ঢাকা, মঞ্জুরুল আলম রাজীব, চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, সাভার উপজেলা আওয়ামী লীগ, শামীম আরা নিপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার উপজেলা পরিষদ, মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ঢাকা, শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল), ঢাকাসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।