এই সময় তিনি এই পরিবারের সার্বিক খোঁজ খবর নেন ও প্রধান মন্ত্রীর গৃহয়ান প্রকল্প -২ “”জমি ও নাই ঘরও নাই”” এর আওতায় এই ভূমিহীন পরিবারের আবাসস্থলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আসস্ত করেন ।
এবং ভূমিহীন এই ফারুক পরিবারের শীত নিবারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শীতের বিশেষ উপহার কম্বল উপহার হিসাবে তাদের হাতে তুলে দেন ।
এরপর উপজেলা নির্বাহী অফিসার গভীর রাত পর্যন্ত তিনি অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসারের এসব মানবিক কর্মকাণ্ডে দিঘলিয়ার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম প্রত্যেকটি ইউনিয়নে খাস জমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ” ভূমিহীন পরিবারদের মধ্যে জমি ও ঘর ” উপহার দিতে চলমান কাজ সার্বিকভাবে তদারকি করছেন। ইতিমধ্যেই সেনহাটি ইউনিয়ন ও দিথলিয়া ইউনিয়নে ভূমিহীন পরিবারদের জন্য ঘর নির্মাণ কাজ পঞ্চাশ শতাংশ অতিক্রম করেছে। দিঘলিয়ার সাধারণ মানুষ এই ইউএনও এর কাজে সন্তোষ প্রকাশ করেন।