নিজস্ব প্রতিবেদকঃঅপহরণ নয় স্বামীকে ঘরে আটকে রেখে পুরনো প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে সৌদি প্রবাসী সিদ্দিক হাওলাদারের কন্যা ইতি বেগম।
ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কন্যার মাতা জেসমিন রূপসা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের হন্যে হয়ে খুজছে।
ঘটনার বিবরনে জানা যায়- সৌদি প্রবাসী সিদ্দিক হাওলাদারের কন্যা প্রতিবেশী কামরুল ইসলামের পুত্রকে ভালবেসে পুর্বে একাধিকবার বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। ছেলের পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে মেয়ের পরিবারের হাতে তুলে দেয়। এরপর মেয়ের মা জেসমিন বেগম মেয়ের বিয়ের বয়স না হলেও গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাটের চিতলমারী এলাকায় নিয়ে গোপনে মেয়েকে বিয়ে দেন। গত ৩০ ডিসেম্বর সকালে মেয়ে জামাইকে নিয়ে বেড়াতে আসে বাপের বাড়িতে।
ঐ দিন দুপুরে মেয়ে তার স্বামীকে ঘরে আটকে রেখে পূর্ব প্রেমিক আশিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়ের মা এসব ঘটনা ধামাচাপা দিতেই অপহরণের নাটক সাজিয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এর পর থেকে পুলিশ অভিযুক্তদের হন্যে হয়ে খুজছে। যে কারনে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। বিষয়টির সুবিচার পেতে তারা পুলিশের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।