ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ খুলনা জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে ডুমুরিয়া উপজেলার ৮ জন নেতাকে নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দক্ষিন বঙ্গের আওয়ামী লীগের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি’র প্রতি কৃতজ্ঞতা এবং কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল বের করা হয়।
সোমবার(০৪জানুয়ারী) বিকেলে আনন্দ মিছিলটি ডুমুরিয়া সদরের খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ নাজিবুুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদারের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন নব গঠিত জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড রবীন্দ্র নাথ মন্ডল, সহ-সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, সাাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা খান আবু বক্কার,শেখ হেফজুুর রহমান,সরদার আব্দুল গনি, চেয়ারম্যান প্রতাপ রায় ও গাজী হুমায়ুুন কবির বুুলু, যুবলীগ নেতা এ্যাড আশরাফুল আলম রাজু, তুুষার মন্ডল, বিভা বিশ্বাস, কামরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্হিত ছিলেন।