নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে।
৫ জানুয়ারী দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ গোপাল চন্দ্র রায় এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন আরশনগর সাকিনস্থ পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের নিতাই দাশের পুত্র প্রভাত কুমার দাশ (৩৮)কে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ২৫০ গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।