নিজস্ব প্রতিবেদকঃবটিয়াঘাটায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।
বুধবার বটিয়াঘাটা উপজেলা বিআরডিবি মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা প্লাটফর্মের আহবায়ক ও বটিয়াঘাটা উপজেলা নারী বিকাশ কেন্দ্রের সভাপতি আশালতা ঢালীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে প্রশিক্ষণের সহায়ক হাসি রাণী রায় বলেন, প্রশিক্ষণ জ্ঞান বৃদ্ধি করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমে সাফল্য লাভ করা গেলে প্রশিক্ষণের সফলতা হিসেবে বর্ণনা করা যাবে। প্রশিক্ষণার্থীরা এ্যাডভোকেসি, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বটিয়াঘাটায় বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপান্তর পরিচালিত জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।