ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে হত দরীদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আমভিটা আনছারাবাদ জামে মসজিদ চত্বরে কম্বল বিতরণী সভায় সভাপতিত্ব করেন রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস ছালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি ডাঃ গাজী আব্দুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা জি,এম আমান উল্লাহ, বিএম জহুরুল হক,বিএম মনিরুজ্জামান,মাস্টার আইয়ুব আহম্মেদ,জিএম শাহেদুজ্জামান বাবু,খোকন তালুকদার, সন্দীপক চ্যাটার্জি, বিএম,সাদেকুল ইসলাম,এনামুল হক মল্লিক,আব্দুল গফফর মোল্যা,আদিল উদ্দীন গাজী,ইলিয়াস সিকদার,আবুল হোসেন প্রমূখ।