পাইকগাছা প্রতিনিধিঃপাইকগাছা উপজেলার অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পান ও পরবর্তী অতিজোয়ারে ক্ষতিগ্রস্থ বানভাসি মানুষের মাঝে নগত টাকা ও কাজের বিনিময়ে অর্থ বিতরণ কর্মসূচী প্রকল্প জুম মিটিংয়ের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকী।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পারমধুখালী প্রতিরক্ষা বাঁধে ১২৫ জন উপকারভোগীর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু করা হয় ও পরবর্তীতে সকাল ১১ টায় ইউপি ভবনে এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে নগদ ৪৫০০(চার হাজার পাঁচশত টাকা) বিতরন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলী সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)রিপন কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা জনাব উত্তম কুমার কুন্ডু, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল,সুকুমার কবিরাজ,অাশিষ কুমার হালদার, বিশ্বজিত রায়, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী ও কারিতাসের প্রোগাম অফিসার আবু তাহের, কারিতাসের লুইস, চিম্নয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।