পাইকগাছা প্রতিনিধিঃআগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে পূনরায় মেয়র সেলিম জাহাঙ্গীর গনসংযোগ করেছেন। শুক্রবার সকাল থেকে পৌরসভার সরল, বান্দিকাটি ও গোপালপুর গ্রামের ভোটারদের বাড়ী বাড়ী ও চায়ের দোকানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন,তিনি টানা দু’বার মেয়র নির্বাচিত হয়ে পাইকগাছা পৌরসভাকে ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করেছি। শতভাগ স্যানিটেশন ও সবখানে বিদ্যুায়িত করেছি। বিগত বছরের দেওয়া ইস্তেহার শতভাগ বাস্তবায়িত করেছি। আপনাদের আশির্বাদ নিয়ে আগামীতে মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ে তুলব।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীরের সাথে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, গাজী শহিদুল ইসলাম খোকন, সরদার আঃ রাজ্জাক, আক্তার হাসেন গোলদার ও আব্দুল মজিদ গোলদার (বয়াতি) সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরবাসীর পাশে থেকে দীর্ঘদিন ধরে শিক্ষা-সংস্কৃতি ও অসহায় দরিদ্র মানুষের সাথে কাজ করায় তাদের মনে জায়গা করে নিয়েছেন। ইতিমধ্যেই পৌরবাসী তাকে নিয়ে উন্নত, ডিজিটাল পৌরসভা গড়ার স্বপ্ন দেখছেন। তিনি আরো বলেন, আমি শাসক হতে চাই না, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি পৌরবাসী তথা দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে দোয়া সমর্থন চায়।