রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা গত ৮ জানুয়ারী বিকাল ৪ টায় নতুন হাট বাজারে অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষক বাকির হোসেন বাকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম।
ফ ম আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, অধ্যক্ষ মারুফুল হক, অধ্যক্ষ মোঃ আতহার আলী ফকির, ইউপি সদস্য শেখ জাকির হোসেন, শেখ কামাল হোসেন, নূর মোহাম্মদ শেখ, আমিন উদ্দিন মাসুদ, মোহাম্মদ ইলিয়াজ সেখ, মহাসিন হোসেন পাইক, আ: মজিদ শেখ, অনঙ্গ চট্টোপাধ্যায়, আজমাল ফকির, ফ.ম অহিদুল ইসলাম, হারুন-অর-রশিদ, হোসাইন কবীর সজল, খলিল খান, মহিউদ্দিন মানিক, ইয়াকুব শেখ, ইউসুফ মোল্লা, নুরুল হুদা চন্দন, নাজমুল হুদা অঞ্জন, এলিচ, রবি ফকির, তরিকুল ইসলাম বাদল, খায়রুল, হিরা, মিজানুর ফৌজদার, বাবুল হোসেন চান্দা, হাসান ফরাজী, মান্নান প্রমুখ।