লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ পেশাজীবি স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ধামালিয়া ইউনিয়নে শনিবার সকালে হত দরীদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ধামালিয়া ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল করিম গাজী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য ডাঃ বি,এম দীন মোহাম্মদ খোকা, ইউপি চেয়ারম্যান রেজোয়ান মোল্লা, আ’লীগ
নেতামাষ্টার শহিদুল ইসলাম,আব্দুস সালাম গাজী।
সার্বিক দিকনির্দেশনায়ঃ সবুজ মাহমুদ( সবুর) ;সাংগঠনিক সম্পাদক।
সহযোগীতায় ছিলেনএম বিল্লাল আহমেদ, মোস্তাফিজুর রহমান মিঠু, নৃপেন্দ্রনাথ মন্ডল, শওকত হোসেন, জাহাঙ্গীর আলম মুকুল, গাজী আব্দুল হাকীম ও নুরুল ইসলাম নিরব, শেখ রাসেল ও আনোয়ার হোসেন,এস,এম গোলাম সরোয়ার;ডাঃইসহাক আলী বিশ্বাস ;প্রভাষক গাজী ইউনুস আলী,মাহফুজুর রহমান তুফান, ইয়াছিন মোল্লা, রাব্বানী বিশ্বাস, বিশ্বজিৎ ,মো:মুন্না হালদার,মো:আলিমুল ইসলাম,মোঃসাইফুল ইসলাম সহ প্রমুখ।