পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়িয়ে চমক সৃষ্টি করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ জানান, রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মনিরুজ্জামান মনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এখন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র সেলিম জাহাঙ্গীর ও সিপিবি’র প্রার্থী এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল সহ কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।