লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১০জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কৃষ্ণ বসাক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
আরো বক্তব্যদেন আ’লীগ খান আবু বক্কার,মোল্যা সোহেল রানা,সরদার আব্দুল গনি,গোপাল চন্দ্র দে,অধ্যাপক কে,এম হযরত আলী, গাজী তৌহিদ, আছফর হোসেন জোয়ারদার,অধ্যাপক আমিনুর রহমান খান, গোবিন্দ ঘোষ,ইকবাল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু,মেহেদী হাসান রাজা,খান আবুল বাশার,শেখ মাসুদ রানা প্রমূখ।দিবসটি পাল উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেল বের করা হয়।