নিজস্ব প্রতিবেদকঃ কয়রায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক এ বি এম আব্দুল মালেক সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।
সোমবার কয়রা উপজেলা মানব কল্যাণ ইউনিট মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। কয়রা প্লাটফর্মের আহŸায়ক ও কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান নাসিমা আলম সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বলেন, যে কোন প্রশিক্ষণই দক্ষতা বৃদ্ধি করে।
আজকের এ প্রশিক্ষণ থেকে যে জ্ঞান পাওয়া গেল তা’ বাস্তবে প্রয়োগ করলে সমাজ উপকৃত হবে। প্রশিক্ষণার্থীরা এ্যাডভোকেসি, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কয়রায় বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।