রূপসা প্রতিনিধিঃ নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের ভাই এবং রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের চাচাতো ভাই মো: মনিরুল ইসলাম মনি (৪৫) গত ১১ জানুয়ারী বিকালে খুলনার কাকলীবাগ এলাকায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি বাংলাদেশ টেলিভিশনের সহকারী প্রযোজক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন। ২০১৩ সালে এক সড়ক দূর্ঘটনায় তিনি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ১১ জানুয়ারী দুপুরে তিনি মারা যান।রাত ৮টায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রধান উপদেষ্টা এস এম আবু সাইদ, উপদেষ্টা এ্যাড. সুজিত কুমার অধিকারী, আনোয়ার হোসেন, শামসুজ্জামান শাহিন, প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সহ সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সা: সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, সহ সাধারন সম্পাদক হোসাইন আহম্মেদ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য এমডি অলিদ শেখ, সদস্য খান আ: জব্বার শিবলী, আ: কাদের, আকতার খান, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।