নিজস্ব প্রতিবেদকঃরূপসায় বিদ্যুতের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১১ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় ঢাকা রোডস্থ দন্ত চিকিৎসক সাহাজানের বাড়ির সামনে।
জানা যায় খুলনার বানরগাতীর মেটেরপোল এলাকার এম এ জামানের পুত্র জাহিদুর রহামান(৩০) খুলনা থেকে রওনা হয়ে তার নানাবাড়ি রূপসার রহিমনগস্থ হাবি সাত্তারের বাড়ি আসছিল। এসময় অপরপ্রান্ত থেকে বিদ্যুতের কাজে ব্যবহৃত একটি দ্রুত গতির ট্রলির সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলটি চুর্ন-বিচুর্ন হয়। মোটরসাইকেল আরোহী জাহিদের মাথা রক্তাক্ত জখম হয় এবং তার একটি হাত ভেঙে যায়।
মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঘটনা স্থলে আসেন রূপসা বাসষ্ট্যান্ড পুলিশ ফাড়ির আইসি এস আই কামরুল ইসলাম ও এ এস আই শাহাবুদ্দিন। তারা ঘাতক ট্রলিটি উদ্ধার করে তাদের হেফাজতে নেন।এস আই কামরুল ইসলাম সোনালী স্বপ্নকে জানান ট্রলির চালক শফিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।