লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটিও পরিবার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগান বাস্তবায়নে সারা দেশের ন্যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হতদরিদ্র ভূমিহীন-গৃহহীন মানুষদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে সুন্দর সাজানো এক একটি পাকা ঘর।
খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন বুধবার (১৩জানুয়ারী ) সকালে ডুমুরিয়া উপজেলায় দরিদ্র মানুষদের জন্য ঘর তৈরি কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, গৃহহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন, এটাই হবে মুজিববর্ষের সেরা উপহার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ১শ ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আটলিয়া,রঘুনাথপুর ও সাহস ইউনিয়নে ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।পাশা পাশি ঘর বরাদ্ধ প্রাপ্ত ভূমিহীন পরিবার গুলোর জন্যে নির্মানাধীন ঘর গুলোর সরকারি খাসজমি রেজিস্টেশন কার্যক্রম দ্রুত গতিতে সম্পাদনের কাজ চলছে।
তিনি আরো বলেন, ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করা হচ্ছে।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা ভদ্রা নদী চরে ৬০টি ও সাহস ইউনিয়নের নির্মাণাধীন ৪টি আবাসন প্রকল্পের ঘর পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ