শেখ রবিউল ইসলাম রাজিবঃ বাংলা সাহিত্যের নীতিকবি কৃষ্ণচন্দ্র মজুমদার এর ১১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিঘলিয়ার আড়ুয়া স্কুল মাঠে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রা অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ব্লাড ব্যাংক ও সদ্ভাব লাইব্রেরী।
কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৩৪ সালে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন আর ১৯০৭ সালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। তিনি একশত ত্রিশটির বেশি নীতি কবিতা রচনা করেছেন।
কবি কৃষ্ণচন্দ্রের ১১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কৃষ্ণচন্দ্র ব্লাড ব্যাংকের সভাপতি প্রসেনজিৎ শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনোয়ারুল কাদির।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকছুদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, স্বপন, আলোর মিছিল এর সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব, পরিচ্ছন্ন দিঘলিয়ার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর সভাপতি আল আমিন, সম্পাদক শাকিল মোড়ল, শেখ হাবিবুর রহমান, আলীবর্দি, হাসিবুর রহমান,অনুপ কুমার বিশ্বাস, অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণচন্দ্র ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস।