খবর বিজ্ঞপ্তিঃ রূপসার নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, রূপসা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ ফিরোজ মীরের অসুস্থ মাতা তাসলিমা বেগম (৭৬) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ গতকাল বুধবার সন্ধ্যায় তাকে দেখতে যান। নেতৃবৃন্দ তার শয্যাপাশে কিছুসময় অবস্থান করেণ ও শারিরীক খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা শাখার সাধারণ সম্পাদক আমির এজাজ খান, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু, সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম মোলা, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, সাবেক জেলা যুবদল নেতা চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিএনপি নেতা মোঃ সেলিম সরদারসহ খুলনা মহানগর ও ফুলতলা থানা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় তার আশু রোগমুক্তি কামনা করেন।