সাইফুল ইসলামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপস করে খালেদা জিয়া ঘরে বসে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর সহোদর ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।
বুধবার (১৩ ই জানুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
কাদের মির্জা বলেন, শেখ হাসিনা একমাত্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারেন। এছাড়াও একইসাথে আমার এলাকায় নির্বাচন সুষ্ঠু না হলে এলাকার এমপি হিসেবে ওবায়দুল কাদের দায়ি হবেন বলেও মন্তব্য করেছেন কাদের মির্জা।