সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় দ্বিতীয় বছর শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ই জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করেছিলেন। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র নিয়ে আলোচনা করেছেন। গ্রাএছাড়াও মীন অবকাঠামো সহ নাগরপুর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা। আগামীতেও নাগরপুর উপজেলার কোথায় কিভাবে উন্নয়ন করা যায় এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
আর এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল, নির্বাহী প্রকৌশলী , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।