রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৫ জানুয়ারী বিকালে ঘাটভোগ মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আল মামুন সরকার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন মোল্লা।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতলেব হাওলাদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলম খা এবং যুবলীগ নেতা মৃনাল সরকারের পরিচালনায় বক্তৃতা করেন মহিলা আওয়ামীলীগ নেত্রী মাধুরী সরকার, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, মহসীন মুন্সী, তৌফিক হোসেন বিশাল, জিল্লুর রহমান, রেজোয়ান শেখ, আকবর শেখ, জামিল মুন্সী, মকলেছ শিকদার, মজনু মিনা, জাহাঙ্গীর মোল্লা, সহদেব বৈরাগী, বিমল মজুমদার, রনজিত বিশ্বাস, জাফরিন বেগম, মান্নান কাজী প্রমুখ।
অনুষ্ঠানে ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ¦ আ: জব্বার শেখের সহযোগিতায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।