রূপসা প্রতিনিধিঃ উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষন কর্মসুচির সমাপনি অনুষ্ঠান ১৯ জানুয়ারী দুপুরে খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর তত্ববধানে এবং বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (দিঘলিয়া) এর বাস্তবায়নে ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর রিসাদুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার শরিফুল ইসলাম কাজল, মাধ্যমিক শিা কর্মকর্তা আইরিন পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, তথ্য কর্মকর্তা দিলশান আরা, ফাউন্ডেশনের ব্যবস্থাপক ইকবাল হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিরিনা আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য।
প্রশিক্ষনে অংশ গ্রহনকারী ৫৫০ জন প্রশিনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।