গোলাম মোস্তফাঃ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। বিভাগের ৩টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের এ শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি।
২১জানুয়ারী দুপুর ৩ টায় শপথ অনুষ্ঠান উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক সৈয়দ রবিউল আলম।শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।
নবনির্বাচিত মেয়রদের তিনজন খুলনা জেলার চালনা পৌরসভার সনত কুমার বিশ্বাস,চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার মোঃ জাহাঙ্গীর আলম,কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভার মোঃ তরিকুল ইসলাম।অনুষ্ঠানে খোকসা পৌরসভার ১২ জন এবং চুয়াডাঙ্গা পৌরসভার ১১ কাউন্সিলর এ অনুষ্ঠানে শপথ গ্রহন করেন।