নিজস্ব প্রতিবেদকঃখুলনার ফুলতনায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ইব্রাহীম মোড়ল (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে খুলনা-যশোর মহাসড়কের গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম নিহত ইব্রাহিম ফুলতলার বরণপাড়া গ্রামের ওসমান মোড়লের ছেলে। নিহত ইব্রাহীম ফুলতলা এমএম কলেজের ডিগ্রীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, খুলনাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-২১৯৮) এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে এসেই গাড়ির ডানপাশের চাকা বিকট শব্দ হয়ে টিউব ফেটে সড়কের মাঝামাঝি এসে থেমে যায়। ঠিক তখনি বিপরীতমুখী মোটরসাইকেল ওই মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহীম গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।