আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট)সংবাদদাতাঃবাগেরহাটের ফকিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১জানুয়ারী দুপুর ১২টায় ইউএনও কার্যালয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা।মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলামান। সারা দেশের ন্যায় অত্র উপজেলায় মোট ৩০টি গৃহের বরাদ্দ অনুয়ারী ৩০টি পরিবারকে প্রদান করা হচ্ছে জমিসহ পাকাঘর।
এছাড়াও ২৩জানুয়ারী সকাল ১০টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ঘর সমূহের শুভ উদ্বোধন করবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এসময় ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।