রূপসা প্রতিনিধিঃজমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনা জেলার রূপসা উপজেলা পল্লীতে প্রতিপক্ষের হামলায় ২জন রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে।
২২ জানুয়ারী(শুক্রবার) সকাল ৮ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার জাবুসা গ্রামে। জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে জাবুসা গ্রাম নিবাসী মোঃ মকছেদ শেখ ও তার পুত্রদ্বয় মোঃ ফারুক শেখ,মোঃ হারুন শেখ ও ভাইপো খোকন শেখ মিলে একই গ্রামের মোঃফেরদাউস শেখের পুত্র মোঃ কুদ্দুস শেখ (৫৫)ও তার ভাগ্নে মোঃ আসলাম গাজী(৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এসময় কুদ্দুস শেখের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। অপর জনের মাথা ও শরীরে রক্তাক্ত জখম হয়।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।