ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দলীয় কার্যলায়ে আলোচনা সভা ও আছর বাদ ডুমুরিয়া বাজার পুরাতন সাব-রেজিষ্ট্রী অফিস জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, মহাসিন বিশ্বাস, শেখ শাহিনুর রহমান, অধ্যাঃ মঞ্জুর রশিদ, হেলাল উদ্দীন শেখ, শন্দীপ চ্যাটার্জী, শেখ ফরিদুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, মোঃ শাহিন মোল্যা, শেখ ফরিদ হোসেন, জিয়াউর রহমান খান জীবন, শেখ হুমায়ুন কবির, শেখ আব্দুল কাদের, এম এম জাফর হাসান, নিলয় মন্ডল, আসাদুজ্জামান আসাদ, ফয়সাল চৌধুরী, মনিরুজ্জামান সোহাগ, শেখ শাকিল আহমেদ, ইমরান খান, মেহেদী হাসান, প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল জলিল খান।