নিজস্ব প্রতিবেদকঃখুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে ও সালাম মূর্শেদী সেবা সংঘের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সারমিন সালামের দিক নির্দেশনায় রূপসা থানা ইমারত গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নে ২০২ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৫ জানুয়ারী সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাহার শেখ। সাধারণ সম্পাদক কামরুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামিলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন আব্দুল হামিদ শেখ ভাসানী, সালাম মূর্শেদী সেবা সংঘের প্রধান সমন্বয়ক ও উপজেলা যুবলীগ সদস্য সামসুল আলম বাবু, ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ,জেলা শ্রমিকলীগ সদস্য হায়দার আলী খান, গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আকরাম হোসেন মন্টু ও মাহাবুব সরদার, গৃহ নির্মানের সহ-সম্পাদক মো. বাবুল শেখ।