খান মোঃ আল আউয়াল, ফকিরহাট প্রতিনিধিঃবাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনে নলধা-মৌভোগ বনাম মূলঘর ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
২৬ জানুয়ারী দুপুর ২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মো:আবু বকর, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউপি সচিব ম. আলতাফ মাহমুদ প্রমূখ।